মার্চের মার্কেটিং সম্মেলন বাতিল করলো ফেসবুক

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:১৭  
কথা ছিলো মার্চে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো’র মস্কোন সেন্টারে অনুষ্ঠিত হবে ফেসবুকের বৈশ্বিক বিপনন সম্মেলন। এতে যোগ দেবেন চার হাজারের মতো মানুষ। তবে করোনা ভাইরাস আতঙ্কে বাতিল করা হলো এই সম্মেলন। ফেসবুকের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেছেন, ‘কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সবার আগে অগ্রাধিকার দেয় ফেসবুক। তাই করোনাভাইরাস–সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় জনস্বাস্থ্যের বাড়তি সতর্কতা হিসেবে বৈশ্বিক বিপনন সম্মেলন বাতিল করা হয়েছে।’ ফেসবুকের এই বড় সম্মেলন বাতিলের আগে করোনাভাইরাসের ভয়ে বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মতো আয়োজনও বাতিল করেছে কর্তৃপক্ষ। দ্য জিএসএম অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলতি বছর পরিকল্পনামাফিক এ প্রদর্শনী আয়োজন করা ‘অসম্ভব’ হয়ে উঠেছে। ব্যাপারটা হলো, করোনাভাইরাসের ভয়ে বিটি, ফেসবুক, এলজি, নকিয়া, সনি ও ভোডাফোনের মতো বড় কোম্পানিগুলো প্রদর্শনী থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।